News71.com
 Sports
 15 Oct 19, 12:21 PM
 580           
 0
 15 Oct 19, 12:21 PM

ক্রিকেট ॥ আইসিসির সদস্য পদ ফিরে পেল নেপাল

ক্রিকেট ॥ আইসিসির সদস্য পদ ফিরে পেল নেপাল

স্পোর্টস ডেস্কঃ আইসিসির সদস্য পদ ফিরে পেল নেপাল ক্রিকেট দল। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, নেপাল ক্রিকেট বোর্ডের বেশ অগ্রগতি হয়েছে। নেপালের ক্রিকেট বোর্ডের সদস্যদের সম্মতিতে সহায়তা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে। এতে নিয়ন্ত্রিত তহবিলও জড়িত থাকবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া তথা আইসিসির বিধি লঙ্ঘনের জন্য ২০১৬ সালে সাময়িক বরখাস্ত করা হয়েছিল নেপালকে। সম্প্রতি নেপাল ১৭ সদস্যের বোর্ড গঠন করে আইসিসির অনুমোদন নেয়। তার পরই আইসিসি নেপালের সদস্য পদ ফিরিয়ে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন