
স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই)নতুন সভাপতি হতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন,দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হওয়াটা একটা ‘অসাধারণ অনুভূতি'।এটা তার কাছে কিছু একটা করার সুযোগ। কারণ, এ মুহূর্তে বোর্ডের ভাবমূর্তি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। পিটিআই সূত্র জানায়, নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে ব্রিজেশ পটেলকে টপকে বিসিসিআইয়ের শীর্ষে বসছেন সৌরভ। তিনি বলেন, অবশ্যই এটা দারুণ অনুভূতি। আমি দেশের হয়ে খেলেছি এবং অধিনায়কত্ব করেছি। দুই ক্ষেত্রেই এরকম অনুভূতি ছিল। গেল ৩ বছরে বিসিসিআই খুব ভালো অবস্থানে নেই। এর ভাবমূর্তি খানিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৭ বছরের ‘প্রিন্স অব ক্যালকাটা'ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের(সিএবি) সভাপতি ছিলেন। বাধ্যতামূলক ‘কুলিং অব পিরিয়ড'-এর জন্য সেই পদ তিনি সেপ্টেম্বর মাসে ছেড়ে দেন।
সৌরভ বলেন, আমার কাছে প্রথমেই অগ্রাধিকার পাবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের ‘আর্থিক পরিস্থিতি'। দেশের ঘরোয়া ক্রিকেটের ভিত মজবুত করাই হবে আমার লক্ষ্য। তিনি বলেন,কোনও সিদ্ধান্ত নেয়ার আগে আমি সবার সঙ্গে কথা বলব। তবে আমার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে প্রথম শ্রেণির ক্রিকেটাররা। আমি সিওএ'কে ৩ বছর ধরে এজন্য অনুরোধ করছি। কিন্তু তারা শোনেনি। এটাই আমি প্রথমে করব। প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর্থিক পরিস্থিতির দেখভালো করব। বিসিসিআই প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ সোমবার। কিন্তু কোনও নির্বাচন হবে না। কারণ, সৌরভের নিয়োগের ব্যাপারে কেউ বিরোধিতা করেননি। বাংলার দাদা বলেন, বিরোধিতা থাক বা না থাক, দায়িত্বটা বিরাট। এটা বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় সংস্থা। আর্থিকভাবে ভারত ক্রিকেটের পাওয়ার হাউস। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ।