
স্পোর্টস ডেস্কঃ শুধু পর্তুগাল নয়, বিশ্ব ফুটবলের মহাতারকা। তাকে এমন সম্মানে ভূষিত করা আশ্চর্যের কিছু নয়। হ্যাঁ, জুভেন্তাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাদলোর নামে এবার এস্তাদিও হোসে আলভালাদের স্টেডিয়ামের নামকরণ করতে যাচ্ছে স্পোর্টিং লিসবন ক্লাব। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ক্লাবটির সভাপতি। এই স্পোর্টিংয়ের হয়েই পেশাদারি ফুটবলে প্রথম খেলেছিলেন রোনালদো। তিনি ক্লাবটিতে যোগ দেওয়ার কিছুদিন পরেই বর্তমান স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়েছিল। স্পোর্টিংয়ের সভাপতি ফ্রেদেরিকো ভারান্দাস এক বিবৃতিতে বলেছেন, 'আমাদের স্টেডিয়ামের নাম রোনালদোর নামে রাখার একটা পরিকল্পনা হাতে নিয়েছি। এটা হলে আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় হবে। আমাদের ক্লাবের ইতিহাসে ক্রিশ্চিয়ানো অসাধারণ এক চরিত্র। বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়ের নাম যে আমাদের সঙ্গে যুক্ত, এ জন্য আমরা অনেক গর্বিত। আমি চাই রোনালদো আমাদের তরুণ খেলোয়াড়দের আদর্শ হয়ে থাকুক।