
স্পোর্টস ডেস্কঃ প্রতিটি দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রধান লক্ষ্য থাকে খেলোয়াড় বের করে আনা। বিপিএল থেকে নতুন খেলোয়াড় কম উঠে আসে বলেই অভিযোগ অধিকাংশ ক্রীড়ানুরাগীর। তাই কিছু নিয়ম বাধ্যতামূলক করার কথা ভাবছে বিসিবি। সাতটি দল নিয়ে এবারের বঙ্গবন্ধু বিপিএল চলবে এক মাসেরও বেশি সময়জুড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম বলেন, আপনারা জানেন আমরা লেগ স্পিনার খুঁজছি। প্রতিটি দলকে বলে দেয়া হবে তারা যেন লেগ স্পিনার অবশ্যই খেলায়। কিছু কিছু জায়গায় আমরা বাধ্যবাধকতা আনবো। প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলাতেই হবে এবং তাকে চার ওভার বল করানো আবশ্যক করে দেব। এছাড়া পেসারদের অন্তর্ভূক্তির ব্যাপারেও নিয়মকানুন ভাবছে বিসিবি। এক্ষেত্রে ১৪০ কিমি এর বেশি গতিতে যারা বল করে তাদের অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছে বিপিএল কমিটি। প্রতিটি দলের জন্য আন্তর্জাতিক কোচ নিয়োগের কথাও উঠে এসেছে তাদের কথায়। তবে এক্ষেত্রে দেশী কোচদের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেনি তারা। এসব বিষয়ে বাধ্যবাধকতার পেছনে কারণও ব্যাখ্যা করেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। তার মতে যে টাকাটা খরচ করা হবে তাতে যেন খেলোয়াড়দের উন্নয়ন হয়। নতুন খেলোয়াড় তুলে আনা ও ব্যাটসম্যানদের স্কিলে উন্নতি ঘটানোই প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।