News71.com
 Sports
 11 Oct 19, 01:33 PM
 609           
 0
 11 Oct 19, 01:33 PM

ক্রিকেট ।। সিপিএলের ফাইনালে সাকিবরা

ক্রিকেট ।। সিপিএলের ফাইনালে সাকিবরা

স্পোর্টস ডেস্কঃ ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে সিপিএলের ফাইনালে পৌঁছেছে সাকিব আল হাসানের বারবাডোজ ট্রাইডেন্টস। বাংলাদেশ সময় শুক্রবার সকালে দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগোকে ১২ রানে হারিয়েছে বারবাডোজ। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স। টানা ১১ জয়ের পথে দলটি তিনবার হারিয়েছে বারবাডোজকে। ১৬০ রান তাড়ায় ৩ বল বাকি থাকতে ১৪৮ রানে গুটিয়ে যায় ত্রিনবাগো। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ১২ বলে একটি করে ছক্কা ও চারে ১৮ রান করেন সাকিব। বোলিং ভালো হয়নি। প্রথম ওভারে দেন ১৬ রান, পরে ফিরে দেন ১১ রান। ২ ওভারে ২৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন