sports
 06 Oct 19, 11:25 AM
 55             0

আজ মাঠে নামছে বার্সেলোনা, মেসিকে 'রক্ষা'র অনুরোধ রিভালদোর ।।

আজ মাঠে নামছে বার্সেলোনা, মেসিকে 'রক্ষা'র অনুরোধ রিভালদোর ।।

স্পোর্টস ডেস্কঃ লা লিগার মঞ্চে আজ রবিবার খেতাফের বিপক্ষে খেলতে নামছে বার্সেলোনা। এই ম্যাচ ঘিরে প্রশ্ন হলো, সেই ম্যাচে কি শুরু থেকে দেখা যাবে লিওনেল মেসিকে? চোট সারিয়ে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি। তবে সামনের লম্বা মৌসুমের কথা মাথায় রেখে তাকে রবিবারের ম্যাচে নামানো উচিত কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই মুহূর্তে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবলের চার নম্বরে রয়েছে বার্সেলোনা। দলের অবস্থান সুবিধাজনক না হওয়ায় বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে যে তার দলের সেরা অস্ত্রকে ব্যবহার করতে চাইবেন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মেসিকে দ্রুত মাঠে ফেরাতে ঝুঁকি নিতে নিষেধ করেছেন সাবেক ব্রাজিল এবং বার্সা তারকা রিভালদো, 'মেসি কিন্তু এখনও সম্পূর্ণ চোটমুক্ত হতে পারেনি। নিজের ছন্দও ফিরে পায়নি। দলের স্বার্থে চোট উপেক্ষা করেও মেসি ৯০ মিনিট মাঠে ছিল, সেটা দেখে ভালো লেগেছে। তবে ও এখনও শতভাগ ফিট নয়। ওকে নিয়ে ক্লাবকে অনেক সতর্ক হতে হবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')