News71.com
 Sports
 05 Oct 19, 02:14 PM
 622           
 0
 05 Oct 19, 02:14 PM

সন্ধ্যায় লাহোরে টি-২০ তে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা ।।

সন্ধ্যায় লাহোরে টি-২০ তে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা ।।

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলংকা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। দীর্ঘ ১০ বছর পর ফের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নামছে দুদল। শ্রীলংকার প্রতি সমীহের কোনো কমতি নেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের। তিনি বলেন, ‘দলের সামর্থ্য নিয়ে আমার কোনো সংশয় নেই। তবে একই সঙ্গে মনে রাখতে হবে যে, শ্রীলংকাও খুব শক্ত দল। আর টি-টোয়েন্টির ফরম্যাটটাই এমন যে, এখানে নিজেদের দিনে যে কোনো দলই আসলে জিতে যেতে পারে। তাই, এখানে নিজেদের সেরা খেলাটা খেলার কোনো বিকল্প নেই।’ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান অভিজ্ঞদের ওপরই ভরসা করবে। এই সিরিজের জন্যই পাকিস্তান দলে ফিরেছেন তিন পুরনো খেলোয়াড়- আহমেদ শেহজাদ, উমর আকমল ও ফাহিম আশরাফ। আগামী ৭ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুইটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে লাহোরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন