sports
 05 Oct 19, 12:35 PM
 49             0

আবারও মাঠের বাইরে এমবাপে ।।

আবারও মাঠের বাইরে এমবাপে ।।

স্পোর্টস ডেস্কঃ একমাসের চোট-পুনর্বাসন কাটিয়ে মাত্রই ফিরেছিলেন। দুই ম্যাচ খেলেই আবারও মাঠে বাইরে ছিটকে গেলেন পিএসজি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। শনিবার লিগ ওয়ানে অ্যাঙ্গারের বিপক্ষে ম্যাচ আছে পিএসজির। সেই ম্যাচে এমবাপের খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন কোচ টমাস টুখেল। শঙ্কা থাকছে ফ্রান্সের হয়ে ইউরো বাছাইপর্বেও তার না খেলার। চার সপ্তাহ চোট-পুনর্বাসনে কাটিয়ে বোর্দোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে গ্যালতাসারের বিপক্ষেও খেলেছেন বদলি হিসেবে। ম্যাচে ১-০ গোলে জয় পায় পিএসজি। ম্যাচের পরপরই কোচকে নিজের অস্বস্তির কথা জানান এমবাপে। গুরুতর চোট না থাকলেও ১০০ শতাংশ ফিট না থাকায় ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না টুখেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')