News71.com
 Sports
 04 Oct 19, 11:19 PM
 632           
 0
 04 Oct 19, 11:19 PM

এলগার-ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়াদের দারুণ প্রতিরোধ ।।

এলগার-ডি ককের সেঞ্চুরিতে প্রোটিয়াদের দারুণ প্রতিরোধ ।।

স্পোর্টস ডেস্কঃ প্রথম ইনিংসে রানের পাহাড় (৫০২/৭ ডি.) গড়েছিল ভারত। এরপর স্বাগতিক দলের স্পিন দাপটে সেই রানপাহাড়ের নিচে চাপা পড়ে যাওয়ার পথেই ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডিন এলগার আর কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে সেই চাপ ভালোভাবেই সামাল দিয়েছে সফরকারী দল। শুক্রবার (৪ অক্টোবর) বিশাখাপত্তমে তৃতীয় দিনের খেলায় পাহাড় সমান চাপ নিয়েই মাঠে নেমেছিলেন ডিন এলগার। আগের দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। অশ্বিন ও জাদেজার দাপুটে স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি এইডেন মার্করাম-থেউনিসরা। 

 

তৃতীয় দিনের শুরুটাও ভালো হয়নি প্রোটিয়াদের। দলীয় ৬৩ রানে ‘নাইটওয়াচম্যান’ টেম্বা বাভুমাকে দ্রুতই বিদায় করেন ইশান্ত শর্মা। কিন্তু এরপর অসাধারণ এক প্রতিরোধের গল্প লিখেছেন এলগার, ফাফ ডু প্লেসি ও ডি কক। এলগার তো একটা দারুণ কীর্তিও গড়েছেন। টেস্ট ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে তিনি ছাড়িয়ে গেছে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সাঈদ আনোয়ারকে।  এলগারের অসাধারণ ইনিংসে প্রথম সঙ্গী হন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। দুজনে মিলে যোগ করেন ১১৫ রান। ৫৫ রানের ইনিংস খেলে ডু প্লেসি বিদায় নিলে ডি কক এসে অনেকটা ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। এলগারকে সঙ্গে নিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান যোগ করেন ১৬৪ রান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন