
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড় অবদানের জন্য প্রথমবারের মতো ইংলিশ ক্রিকেটের বর্ষসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্লেয়ার্সের ২০১৯ সালের জন্য সেরা হয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। এরপর অ্যাশেজের হেডিংলি টেস্টে তার অপরাজিত ১৩৫ রানের অবিশ্বাস্য এক ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেটের জয় পায় ইংল্যান্ড। সিমন হার্মার, রায়ান হিগিন্স ও ডমিনিক সিবলিকে হারিয়ে বুধবার রাতে বর্ষসেরার এই পুরস্কার পান ডারহামের ২৮ বছর বয়সি ইংলিশ অলরাউন্ডার স্টোকস।