
স্পোর্টস ডেস্কঃ ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেসের জোড়া গোলে ইন্টার মিলানের বিপক্ষে দারুন জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। খেলার তৃতীয় মিনিটে আলেক্সিস সানচেসের বাড়ানো থ্রু বলে ক্লেমো লংলেকে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি শটে গোলটি করেন লাউতারো মার্তিনেস।এরপর চার মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগও তৈরি করেছিল বার্সা; কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। ৫৮তম মিনিটে সুয়ারেসের অসাধারণ এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ভিদালের ডান দিক থেকে নেয়া ক্রসে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির সাইড ভলিতে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার। অনুজ্জ্বল গ্রিজমানের জায়গায় উসমান দেম্বেলে নামলে গতি বাড়ে বার্সেলোনার আক্রমণে। ৮৪তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলের উৎস মেসি। কয়েক জন ডিফেন্ডারের ফাঁক গলে ছুটে ডি-বক্সে বল বাড়ান চোট কাটিয়ে ফেরা এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। প্রথম টোকায় সামনে বাড়ানোর পথে একজনকে ফাঁকি দিয়ে দ্বিতীয় ছোঁয়ায় প্লেসিং শটে দলের জয় নিশ্চিত করেন সুয়ারেস। শেষ দিকে স্কোরলাইনে নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তবে ডি-বক্সের মধ্যে বল পেয়ে দুর্বল শটে হতাশ করেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।