News71.com
 Sports
 02 Oct 19, 09:10 PM
 617           
 0
 02 Oct 19, 09:10 PM

এমসিসির নতুন প্রেসিডেন্ট হলেন সাঙ্গাকারা ।।

এমসিসির নতুন প্রেসিডেন্ট হলেন সাঙ্গাকারা ।।

স্পোর্টস ডেস্কঃ গ্রেট ব্রিটেনের বাইরে থেকে প্রথম কোন ব্যক্তি হিসেবে ঐতিহাসিক মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হলেন শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। মঙ্গলবার প্রথম অফিসও করেন নবনিযুক্ত প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা। এমসিসির প্রেসিডেন্টের মেয়াদ এক বছর। ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। প্রায় ১৭ বছর আগে, ২০০২ সালে এমসিসির সঙ্গে পথ চলা শুরু করেন সাঙ্গাকারা। সে বছরে শ্রীলংকা দলের হয়ে সফরে গিয়ে খেলেছিলেন এমসিসির বিপক্ষে। বছর তিনেক পরে সুনামি আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য এমসিসির বিপক্ষে আন্তর্জাতিক একাদশের হয়ে খেলেন তিনি। এভাবেই ২০১২ সালে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পান তিনি। একই বছর জায়গা পেয়ে যান এমসিসির ক্রিকেট কমিটিতে। এর আগে ২০১১ সালে এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে লেকচারে অসাধারণ বক্তৃতা দিয়ে সবার মন জয় করেন সাঙ্গা। সেই ধারাবাহিকতায় এবার এমসিসির প্রেসিডেন্ট হলেন সাঙ্গাকারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন