
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা-পাকিস্তান মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামে দুইদল। এদিন ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের সেরা তারকা বাবর আজম। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। আর এই সেঞ্চুরিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেছেন বাবর আজম। নিজের ক্যারিয়ারের ৭১তম ম্যাচ খেলতে নেমে ১১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। আর এই সেঞ্চুরি দিয়েই কোহলিকে টপকে যান বাবর। ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি কোহলি ৮২তম ম্যাচে হাঁকিয়েছিলেন। আর বাবর আজম তা করেছেন ৭১তম ম্যাচে। এদিকে ৬৪ ম্যাচ খেলে দ্রুততম ১১টি সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। তিনিই এ তালিকায় শীর্ষে আছেন। এবার কোহলিকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন বাবর আজম। এ তালিকায় কোহলি তৃতীয়স্থানে আছেন।