
স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের বড় ফরম্যাটের কোনো খেলা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে কাটলো দীর্ঘ অপেক্ষার প্রহর। কানায় কানায়পূর্ণ সমর্থকদের করতালিতে মুখোরিত পুরো স্টেডিয়াম। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হলে, দীর্ঘ সময়ের ঘরের মাঠে ক্রিকেট উদযাপনের সময়ও আরেকটু দীর্ঘায়িত হলো আরেকটু। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এসে সেটি ফুটে উঠল গ্যালারীতে। সোমবার করাচিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আর ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল হক ও ফাখর জামান। এই জুটি থেকে আসে মূল্যবান ৭৩ রান। ইনিংসের ১৪.৪ ওভারে এসে প্রথম সাফল্য পায় শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্রথম শিকার হন ইমাম। ৪১ বলে ৩১ রান আসে তার ব্যাট থেকে। এর মধ্যে (৫৩*) ফিফটি তুলে নিয়েছেন ফখর। তার সাথে ১৮ রান নিয়ে ব্যাট করছেন বাবর আজম।