
স্পোর্টস ডেস্কঃ দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে। এরপর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ পুরুষ দলের অ্যাওয়ে সিরিজ খেলার কথা। এখনই বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে দুটি টেস্ট ও তিনটি টি ২০ ম্যাচ খেলার কথা বাংলাদেশের। টেস্ট ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ দল পাঠানো হবে কিনা, খতিয়ে দেখছে বিসিবি। বিসিবি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে পাকিস্তানে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর হাইকমিশনের সঙ্গে আলোচনা চলছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’ শ্রীলংকা পাকিস্তান সফরে থাকাকালীন মাঠের নিরাপত্তা দেখার জন্য ভালো সময়। এখনই নিরাপত্তা দল পাঠালে ভালো হয় বলে মনে করছেন প্রধান নির্বাহী।