News71.com
 Sports
 30 Sep 19, 01:18 PM
 606           
 0
 30 Sep 19, 01:18 PM

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ফ্রেজার-প্রাইসের স্বর্ণজয়॥

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ফ্রেজার-প্রাইসের স্বর্ণজয়॥

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। ইভেন্টটিতে এটি তার রেকর্ড চতুর্থ স্বর্ণপদক। দোহায় ট্র্যাক এন্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টটিতে চ্যাম্পিয়ন হতে জ্যামাইকার ৩২ বছরের ফ্রেজার প্রাইস সময় নেন ১০.৭১ সেকেন্ড। এটি তার অষ্টম বৈশ্বিক স্বর্ণপদক। ছেলে সন্তানের মা হওয়ায় ২০১৭ আসরে অংশ নিতে পারেননি ফ্রেজার প্রাইস। তবে এবার ফিরেই হারানো রাজ্যত্ব পুনরুদ্ধার করলেন এ স্প্রিন্ট রানী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন