News71.com
 Sports
 30 Sep 19, 11:37 AM
 583           
 0
 30 Sep 19, 11:37 AM

পাকিস্তানকে আগে নিজেদের ঘর সামলানো উচিত॥ ক্রিকেটার শেখর ধাওয়ান

পাকিস্তানকে আগে নিজেদের ঘর সামলানো উচিত॥ ক্রিকেটার শেখর ধাওয়ান

স্পোর্টস ডেস্ক: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানকে রীতিমতো আক্রমণ করলেন শেখর ধাওয়ান। ভারতীয় দলের এই ক্রিকেটার বলেন, ‘‘অন্যদের সম্পর্কে মন্তব্য করার আগে ওদের উচিত সবার আগে নিজেদের ঘর সামলানো।’’ এক টিভি শো'তে এসে পরিষ্কার জানালেন, বাইরের কেউ তার দেশের বিরুদ্ধে কিছু বললে অবশ্যই তিনি তার আপত্তি জানাবেন। ধাওয়ান বলেছেন, ‘‘যদি কেউ আমার দেশ নিয়ে কিছু বলে তাহলে অবশ্যই তার প্রতিবাদ করব। বলব, বাইরের কারো উপদেশের কোন প্রয়োজন নেই আমাদের। সবার আগে নিজের দেশের সব কিছু ঠিক করুন। তারপরে অন্যদের নিয়ে কথা বলতে আসবেন। একটা প্রবাদই আছে, যে নিজে কাচের ঘরে বাস করে, সে কখনওই অন্যের ঘরে পাথর ছোড়ে না।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন