
স্পোর্টস ডেস্ক: বয়স ৪১ বছর হলেও বুড়ো আঙুল দেখিয়ে আরো একটি নতুন রেকর্ডের মালিক হলেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ক্লাব ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলে সাবেক আজ্জুরি ডিফেন্ডার পাওলো মালদিনির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। পার্মা, জুভেন্টাস ও পিএসজির হয়ে ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলে ৯০৩ ম্যাচ খেললেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক আর মালদিনির ৯০২ ম্যাচের রেকর্ড ভাঙেন তিনি। ৫১ বছর বয়সী মালদিনি তার পুরো ক্যারিয়ারই এসি মিলানে কাটিয়েছেন। এ ছাড়াও জানা গেছে, মালদিনির আরেকটি রেকর্ডও ভাঙার পথে বুফন। সাবেক এসি মিলান তারকা সিরি’আ লিগে খেলেছেন ৬৪৭ ম্যাচ। আর ৬৪২ ম্যাচ খেলেছেন জুভেন্টাস কিংবদন্তি বুফন।