News71.com
 Sports
 30 May 16, 11:05 PM
 846           
 0
 30 May 16, 11:05 PM

বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়ার হিসেবে দশহাজার রানের এলিট ক্লাবে কুক...

বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়ার হিসেবে দশহাজার রানের এলিট ক্লাবে কুক...

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন ইংল্যান্ডের ওপেনার অ্যালাস্টার কুক । এ রান করে তিনি ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের গড়া রেকর্ড । ভারতীয় কিংবদন্তি সচিন এই মাইলস্টোন ছুয়েছিলেন ৩১ বছর ৩২৬ দিনে । আর কুক এই রেকর্ড গড়লেন ৩১ বছর ১৫৭ দিনে ।

শুধু সচিনের রেকর্ড ভাঙাই নয়, এদিন আরও অনেক রেকর্ড গড়লেন অ্যালাস্টার কুক ।কুকই প্রথম ইংরেজ ক্রিকেটার যিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন । বিশ্বে এখন পর্যন্ত মাত্র ১২ জন ব্যাটসম্যানই টেস্টে ১০ হাজার রান পূর্ণ করেছেন । অবশ্য কুক ব্যতীত সকলেই এখন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ।

এটি কুকের ১২৮ তম টেস্ট । ২০০৬ সালে ভারতের বিপক্ষে নাগপুরে টেস্টে অভিষেক হয়েছিল ইংল্যাণ্ডের এই ব্যাটসম্যানের। তিনি অভিষেকেই শতরান তুলেছিলেন । এই মুহূর্তে ২৮ টি টেস্ট শতরানের মালিক তিনি ।

বিশেষজ্ঞদের মতে, এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে কুকের জন্য । টেস্ট সচিনের গড়া মোট ২০০ ম্যাচে ১৫,৯২১ রানের রেকর্ড কুক ভাঙতে পারেন কি না, সেটাই দেখার বিষয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন