News71.com
 Sports
 29 Sep 19, 06:20 PM
 616           
 0
 29 Sep 19, 06:20 PM

ষষ্ঠ দ্রুততম মানব হলেন কোলম্যান !!

ষষ্ঠ দ্রুততম মানব হলেন কোলম্যান !!

স্পোর্টস ডেস্কঃ দোহায় বিশ্ব অ্যাথলেটিক্সে ষষ্ঠ দ্রুততম মানব হিসেবে রেকর্ড গড়লেন কোলম্যান। মাত্র নয় দশমিক সাত ছয় সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্টে টাচ লাইন স্পর্শ করেছেন এই অ্যাথলেটিক । জ্যামাইকার গতিমানব উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টে সেরা টাইমিং নয় দশমিক পাঁচ আট সেকেন্ডের রেকর্ড ভাঙতে না পারলেও কাছাকাছি কোল ম্যান। ২০১৭ সালে অবসরে গেছেন বোল্ট। স্বদেশি স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে দোহায় স্বর্ণ জিতলেন কোলম্যান। গ্যাটলিনের টাইমিং ছিল নয় দশমিক আট নয় সেকেন্ড। আগামী বছর টোকিও অলিম্পিক গেমসকে সামনে রেখে নিজের শ্রেষ্ঠত্বের বার্তা দিলেন কোলম্যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন