News71.com
 Sports
 29 Sep 19, 06:10 PM
 533           
 0
 29 Sep 19, 06:10 PM

ফুটবল।। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপা হারাল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

ফুটবল।। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শিরোপা হারাল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্কঃ নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতল ভারত। আরেকটি শিরোপা জয়ের সুযোগ থেকে বঞ্চিত হলো বাংলাদেশ. রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর এফএপি স্টেডিয়ামে শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামে দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় ভারত। ডিফেন্সের ভুলে আনমার্কিং থাকা বিক্রম বল নিয়ে এগিয়ে যান। জোরালো শটে বাংলাদেশের জালে বলও জড়ান। ১-০ গোলে এগিয়ে যায় ভারত। ২২ মিনিটের মাথায় দুই দলের ধাক্কাধাক্কিতে ভারতের গুরকিরাত এবং বাংলাদেশের মোহাম্মদ ফাহিম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই দশ জনের দলে পরিণত হয়। ৩৮ মিনিটের মাথায় সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার কিক থেকে নিচু করে নেয়া শটে জটলা পাকালে ফাঁকায় দাঁড়ানো দলপতি ইয়াসিন আরাফাত ভারতের জালে শট নিয়ে বল জালে জড়ান। এরপর উদযাপনে নিজের জার্সি মাথায় তুললে রেফারি হলুদ কার্ড দেখান। দুই হলুদ কার্ড দেখায় মাঠ থেকে উঠে যেতে হয় ইয়াসিনকে। ৯ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। বিরতির আগে আর কোনো গোল হয়নি। বিরতি থেকে ফিরে আক্রমণ-পালটা আক্রমণ চলতে থাকলেও ৯০ মিনিট পর্যন্ত কোন গোলের দেখা পায়না দু’দল। তবে বিধি বাম। ৯০ মিনিটের পরে হুট করে বাংলাদেশের জালে বল পাঠায় ভারত। আর এতেই হয় সর্বনাশ। হাতে সময় না থাকায় শোধ করা যায়নি গোলটা। আর এতেই প্রথমবারের মত শিরোপা হাতে নিতে পারল না বাংলাদেশের যুবরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন