News71.com
 Sports
 29 Sep 19, 01:41 PM
 576           
 0
 29 Sep 19, 01:41 PM

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল॥ নেইমারের গোলে পিএসজির জয়

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল॥ নেইমারের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানে বোর্দোয়ার বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পায় টুখেলের শিষ্যরা। ম্যাচের পুরো সময় আধিপত্য ধরে রাখা পিএসজি গোল পায় দ্বিতীয়ার্ধের শেষভাগে এসে। গোলটি আসে নেইমারের পা থেকে। টানা চার জয়। এরপর নিজেদের মাঠেই রানসের বিপক্ষে ২-০ গোলের পরাজয় তো মেনে নেওয়া যায় না! এই ম্যাচে পিএসজি খুব করে জয়টা চেয়েছিল। কিন্তু এ জয় পেতে তাদের বেশ খানিকটা ঘাম ঝরাতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত। মিনিট দশেক আগেই সারাবিয়ার বদলি হিসেবে নামেন এমবাপে। নেমেই নিজের জাত চেনাতে শুরু করেন। তাঁর খেলা দেখে বোঝার উপায় ছিল না যে পিএসজির ফরাসি এই তারকা লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন