
স্পোর্টস ডেস্কঃ আর কোন শঙ্কা নয় বরং নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এসএ গেমসের ১৩তম আসর। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে নেপাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানিয়েছেন বিওএর মহাসচিব সৈয়দ শাহের রেজা। অ্যাথলেটদের প্রস্তুতিতে সন্তুষ্ট মহাসচিবে প্রত্যাশা, এসএ গেমসের এবারের আসর থেকে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পদক জিতবে বাংলাদেশ। এই একটা চিঠি, সঙ্গে সব অনিশ্চয়তার অবসান। নির্বাচন, অবকাঠামোগত সমস্যা আর ভেন্যু জটিলতায় এর আগে তিনবার পিছিয়েছে এসএ গেমস শুরুর সূচি। শঙ্কা ছিলো এবারও। তবে নেপাল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে নিশ্চিত করা হলো, পহেলা ডিসেম্বরই পর্দা উঠছে এ আসরের।
তবে তারিখ নিয়ে ধোঁয়াশা কাটলেও এখনও আসরের টেকনিক্যাল হ্যান্ডবুক হাতে পায়নি বিওএ। কর্তাদের বিশ্বাস অক্টোবরের প্রথম সপ্তাহেই মিলবে তা। এরপরেই জানা যাবে ইভেন্টগুলো শুরুর বিস্তারিত সূচি। নেপাল থেকে চিঠি পাওয়ার পরপরই এসএ গেমসে অংশ নেয়া ২২ ফেডারেশন কর্তাদের জরুরি তলব বিওএ'র। জানতে চাওয়া তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জানান, কোচ থেকে শুরু করে সব বিষয়ে ফেডারেশনকে সাহায্য করতে প্রস্তুত তারা। এসএ গেমসে সামনে রেখে এ বছরের ১৫ই জুলাই থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। গেলোবার ৪টি স্বর্ণসহ মোট ৭৫টি পদক জিতেছিলো বাংলাদেশ।