
স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের বার্বাডোস ট্রিডেন্স মাঠে নামবে এসটি কিটস এন্ড নেভিস প্যাট্রিউটের বিপক্ষে। এখন পর্যন্ত লিগে সাকিবের দলের অবস্থা ভাল নেই। ৭ ম্যাচে জয় মাত্র ৩টি আর হার ৪ ম্যাচে। ৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে অবস্থান ৫ নম্বরে। প্রতিপক্ষ নেভিস প্যাট্রিউট রয়েছে ৩ নম্বরে। এ মৌসুমে খেলা আগের ম্যাচে দলটির বিপক্ষে জয় পেয়েছে ট্রিডেন্স। এ ম্যাচ দিয়ে এ মৌসুমে সিপিএলে প্রথম ম্যাচে নামার কথা রয়েছে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাছাড়াও দলে রয়েছেন অ্যালেক্স হেলস, শেই হোপ, জেসন হোল্ডার, জেপি ডুমেনিরা। অন্যদিকে, নেভিস প্যাট্রিউটি দলটি বেশ ছন্দে রয়েছে। কার্লোস ব্রাথোয়েট, এভিন লুইস, শেলডন কটট্রেলরা রয়েছে ফর্মে। তবে আগের দেখায় হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে তারা। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ম্যাচ অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য।