
স্পোর্টস ডেস্কঃ অবশেষে নড়েচড়ে বসেছেন মোহামেডান ক্লাবের সাবেক খেলোয়াড় ও স্থায়ী সদস্যরা। ক্লাব যখন মাঠের ফুটবলের তলানিতে, যখন ক্যাসিনো কেলেঙ্কারিতে ধ্বংসের পথে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি, তখনই একজোট হয়ে সরব হলেন তারা। শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ জানাতেই জড়ো হলেন বাদল রায়ের নেতৃত্বে ক্লাবটির সাবেক খেলোয়াড়, স্থায়ী সদস্য, কর্মকর্তা আর সমর্থকরা। যেখানে আলোচনার কেন্দ্রে থাকলেন সদ্য গ্রেফতার হওয়া ক্লাবটির ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। যাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। র্যাব জানিয়েছে, তাদের কাছে জিজ্ঞাসাবাদে লোকমান হোসেন স্বীকার করেছেন-মোহামেডান ক্লাবে ক্যাসিনো বসানোর ভাড়া হিসেবে তিনি মাসে ২১ লাখ টাকা পেতেন। এই অর্থের সিংহভাগই লোকমান তার নিজের বিদেশী ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছেন। অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে তার জমা আছে প্রায় ৪১ কোটি টাকা!