News71.com
 Sports
 28 Sep 19, 06:44 PM
 572           
 0
 28 Sep 19, 06:44 PM

বাংলাদেশে চালু হচ্ছে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার॥

বাংলাদেশে চালু হচ্ছে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার॥

স্পোর্টস ডেস্কঃ ক্রীড়া ক্ষেত্রে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নামে পুরস্কার চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্প্রতি সচিবালয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়া সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। তবে পুরস্কার প্রদানে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হলেও এখনও এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে ওই সভায় ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন করে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সভায় ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার দিতে আবেদনের জন্য ২টি পত্রিকায় আবারও বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। ২০২০ সালের ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জানালেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। সভায় ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুরস্কার দিতে নতুনভাবে যাচাই-বাছাইয়ে যুগ্ম সচিবের (ক্রীড়া) নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটিও গঠন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন