News71.com
 Sports
 27 Sep 19, 10:56 PM
 621           
 0
 27 Sep 19, 10:56 PM

বৃষ্টিতে পণ্ড পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ॥  

বৃষ্টিতে পণ্ড পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ॥   

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ দশবছরের প্রতীক্ষা শেষে ফের পাকিস্তানে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ। রীতিমতো উৎসব লেগেছিল দেশটিতে। এক দশকের মধ্যে প্রথমবারের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়াম কোনো ওয়ানডে ম্যাচ আয়োজনের জন্য ছিল প্রস্তুত। কিন্তু বৃষ্টিতে সর্বনাশ! শুক্রবার পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের ম্যাচটি পণ্ড হয়ে গেল বেরসিক বৃষ্টিতে। বিস্ময়কর হলেও সত্য করাচিতে এবারই প্রথম এক বল না গড়িয়েও পরিত্যক্ত হলো কোনো আন্তর্জাতিক ম্যাচ!


ম্যাচ শুরুর কথা ছিল বিকেল চারটায়। কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে যায় অঝর ধারা! অবশ্য একটা সময় বৃষ্টি থামলেও মাঠে জমে যায় পানি। এ কারণেই খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন দুই আম্পায়ার। স্থানীয় সময় সাড়ে চারটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা। ২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকেই নির্বাসনে পাকিস্তানের ক্রিকেট। নিরাপত্তার কারণে দেশটিতে টেষ্ট খেলুড়ে দেশগুলো যেতে চাইতো না। এবার দৃশ্যপট পাল্টাচ্ছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে আছে লঙ্কান দল। নিরাপত্তা শঙ্কায় অবশ্য ১০ শ্রীলঙ্কান ক্রিকেটার পাকিস্তান সফর করতে রাজি হয়নি। পাকিস্তানের সঙ্গে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। যার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচটিই বৃষ্টিতে পণ্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন