
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। বিশ্বকাপের পর আফগান প্রধান কোচের পদ ছেড়ে দেন ফিল সিমন্স। তাই সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে রশিদ খানদের আপদকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন অ্যান্ডি মোলেস।