
স্পোর্টস ডেস্কঃ ২০০৯ সালে লাহোর সন্ত্রাসী হামলার পর প্রথম কোন দ্বিপক্ষীয় ওডিআই সিরিজ আয়োজন করছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে নতুন চ্যালেঞ্জে পাকিস্তান। নতুন কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক, দলকে সঠিক পথে ফেরাতে চান। দলেও এসেছে পরিবর্তন। তরুণ ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ আন্তর্জাতিক সার্কিটে প্রমাণের সুযোগ পাবেন। নিরাপত্তার কারণে করুনারত্নে, মালিঙ্গাসহ দশ সিনিয়র ক্রিকেটার নাম প্রত্যাহার করে। দুদলের সবশেষ দেখায় পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল লঙ্কানরা।