News71.com
 Sports
 30 May 16, 04:06 PM
 737           
 0
 30 May 16, 04:06 PM

হোনাসের গোলে ব্রাজিলের জয়....

হোনাসের গোলে ব্রাজিলের জয়....

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল ২০১১ সালের মার্চে। প্রথম গোলটাও পেয়ে গিয়েছিলেন ওই বছরেই। নভেম্বরে তাঁর জোড়া গোলে মিসরের বিপক্ষে একটা প্রীতিম্যাচেও জিতেছিল ব্রাজিল ২-০ ব্যবধানে। কিন্তু সেই হোনাস হঠাৎ করে হারিয়ে গেলেন জাতীয় দল থেকে। সবশেষে এ বছর মার্চে আবার কার্লোস দুঙ্গার দলে ডাক পেলেন বেনফিকার এ স্ট্রাইকার। দলে ফিরেই কোচের আস্থার প্রতিদানও দিলেন। কাল তাঁর গোলে প্রীতিম্যাচে পানামাকে ২-০ ব্যবধানে হারাল ব্রাজিল।

উল্লেখ্য মিসরের বিপক্ষে গোলের পর ব্রাজিলের হয়ে ৩২ বছর বয়সী হোনাসের এটি প্রথম গোল। এরই মাঝে কেটে গেছে প্রায় সাড়ে চার বছর। দ্বিতীয় মিনিটে হোনাসের গোলের পর ৭৩ মিনিটে ব্রাজিলের অন্য গোলটি করেছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড গ্যাব্রিয়েল।জোড়া গোলের জয়ের কোপা আমেরিকার প্রস্তুতিটাও সেরে নিল ব্রাজিল।

আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা-অভিযান। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষের তালিকায় রয়েছে হাইতি ও পেরু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন