News71.com
 Sports
 30 May 16, 03:54 PM
 891           
 0
 30 May 16, 03:54 PM

প্রিমিয়ার লিগে মাশরাফির বোলিং নৈপুণ্য....

প্রিমিয়ার লিগে মাশরাফির বোলিং নৈপুণ্য....

স্পোর্টস ডেস্ক: ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দর্শক কিছুদিন আগে দেখেছিল মাশরাফি বিন মুর্তজার ব্যাটের ঝড়। ৫১ বলে সেঞ্চুরি করে উড়িয়ে দিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওটাই ছিল দ্রুততম সেঞ্চুরি। আজ বল হাতে একই মাঠে আগুন ঝরালেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সে আগুনে পুড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ। ৪২ রানে মাশরাফি নিয়েছেন ৬ উইকেট। তাঁর অসাধারণ বোলিং নৈপুণ্যে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে ১৯১ রানেই শেষ হয়েছে রূপগঞ্জের ইনিংস।

এবারের প্রিমিয়ার লিগে বল হাতে নিজেকে যেন নতুন করেই পরিচয় করিয়ে দিচ্ছেন মাশরাফি। এখন পর্যন্ত ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে লিগে সর্বোচ্চ উইকেট শিকারিদের লিস্টে আছেন দুই নম্বরে।

ইনিংসের ২১ তম ওভারে কলাবাগানের পঞ্চম বোলার হিসেবে বল করতে এসেই আঘাত হানেন মাশরাফি। পঞ্চম বলেই ফেরান মোহাম্মদ মিঠুনকে। এরপর একে একে মাশরাফির শিকার হন মোশাররফ হোসেন, সাজ্জাদুল হক, নাহিদুল আলম, আলাউদ্দিন বাবু ও মেহেদী হাসান রানা। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি। দীর্ঘ দশ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো মিলল ৬ উইকেটের দেখা।

এবারের প্রিমিয়ার লিগে ৬ উইকেট পাওয়া প্রথম পেসারও মাশরাফি বিন মুর্তজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন