News71.com
 Sports
 26 Sep 19, 06:54 PM
 587           
 0
 26 Sep 19, 06:54 PM

আমাকে রোনালদোর সঙ্গে তুলনা করবেন না ॥ ফুটবলার রদ্রিগো

আমাকে রোনালদোর সঙ্গে তুলনা করবেন না ॥ ফুটবলার রদ্রিগো

স্পোর্টস ডেস্কঃ ভিনিসিয়াস জুনিয়রের বদলি হিসেবে ৭১ মিনিটে মাঠে নামেন রদ্রিগো। মাঠে নেমেই নিজের অভিষেক ম্যাচটা রাঙিয়ে নিলেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। মাত্র ৯৩ সেকেন্ডে গোল করে বসেন রদ্রিগো। যা কিনা রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকে সবচেয়ে দ্রুততম সময়ে গোলের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস ও রদ্রিগোর গোলে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। অভিষেকেই দ্রুততম গোল করে রদ্রিগো স্মরণ করিয়ে দিলেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে। ‘দ্য ফেনোমেনন’ও রিয়ালের হয়ে অভিষেকে গোল করেন। ২০০২ সালে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে অভিষেক ম্যাচে মাঠে নামার মাত্র ৬২ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। এখনও রেকর্ডটি অক্ষুন্ন আছে।

রদ্রিগোর মাত্র শুরু। কিন্তু দ্রুততম সময়ের এই গোলের কারণে এখনই তিনি তুলনা পাচ্ছেন রোনালদো সঙ্গে। অবশ্য স্বদেশি কিংবদন্তির সঙ্গে এই তুলনায় বিব্রতবোধই করছেন রদ্রিগো। লস ব্লাঙ্কোসদের তরুণ ফরোয়ার্ড আগ্রহী নন রোনালদোর সঙ্গে তুলনায়। রদ্রিগো বলেন, ‘আমাকে রোনালদোর সঙ্গে তুলনা করবেন না। কারণ তিনি ফুটবলের সব সময়ের সেরাদের একজন এবং আমার দেশেরও।’ ২০১৮ সালে ঘরের ক্লাব সান্তোস ছেড়ে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন রদ্রিগো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন