
স্পোর্টস ডেস্কঃ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। বুধবার সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে এক সঙ্গে ঢাকা ত্যাগ করেন তারা। সাকিব খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আর বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল।