News71.com
 Sports
 24 Sep 19, 10:34 PM
 521           
 0
 24 Sep 19, 10:34 PM

টি-টুয়েন্টি ফাইনাল ম্যাচের ফাইনালে বেরসিক শরতের বৃষ্টি॥

টি-টুয়েন্টি ফাইনাল ম্যাচের ফাইনালে বেরসিক শরতের বৃষ্টি॥

স্পোর্টস ডেস্কঃ শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টি গিলে খেল তিনজাতি টি-টোয়েন্টির ফাইনালকে। একটি বলও খেলা হল না। ফাইনালের টসই যে হল না। ম্যাচ শুরুর শেষ সময় ছিল রাত ৯টা ৪০ মিনিট। তখনো বৃষ্টিতে সিক্ত মাঠ খেলার জন্য প্রস্তুত করা যায়নি। বাধ্য হয়ে আম্পায়াররা বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী ফাইনালের উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।টি-টোয়েন্টিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে এগিয়ে- সেই হিসেব মেলানোর একটা সুযোগ তৈরি হয়েছিল ফাইনালে। কিন্তু বৃষ্টি যে বাঁধ সাধল সেই লড়াইয়ে! মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর সকাল থেকেই বৃষ্টি নামে। দুপুরের দিকে বৃষ্টির তেজ কিছুটা কমে। কিন্তু মিরপুর স্টেডিয়াম ও এর আশপাশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি যে আর থামলই না। ফাইনাল ম্যাচের ‘কান্না’ হয়ে থাকল যেন শরতের বৃষ্টি!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন