News71.com
 Sports
 24 Sep 19, 02:01 PM
 612           
 0
 24 Sep 19, 02:01 PM

ফিফার বর্ষসেরা কোচ লিভারপুলের ক্লপ, গোলকিপার অ্যালিসন বেকার॥

ফিফার বর্ষসেরা কোচ লিভারপুলের ক্লপ, গোলকিপার অ্যালিসন বেকার॥

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লীগের দুই প্রতিদ্বন্দ্বী কোচকে টপকিয়ে ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। এছাড়া বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন লিভারপুল ও ব্রাজিলের অ্যালিসন বেকার। সোমবার (২৩ সেপ্টেম্বর) মিলানে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড 'দ্য বেস্ট' অনুষ্ঠানে ২০১৮-১৯ সিজনের সেরা কোচ ও গোলকিপার হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।


সেরা হওয়ার দৌড়ে ক্লপের সঙ্গে এই তালিকায় ছিলেন ইংলিশ প্রিমিয়ার লীগের দুই ক্লাবের কোচ। তারা হলেন, ম্যান সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা এবং টটেনামহামের আর্জেন্টাইন কোচ মোউরিসিও পচেত্তিনো। গত মৌসুমে ক্লপের অধীনে লিভারপুল চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পাশাপাশি ইংলিশ লীগে রানার আপ হয়েছে। বর্ষসেরা হয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ক্লপ। তিনি বলেছেন, ‘এটা চমৎকার, ৪-৫ বছর আগে কেউ এটা চিন্তাও করেনি আমি যে এমন একটা জায়গায় আসতে পারব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন