
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের আলোচ্যসূচিতে বেশ কিছু প্রসঙ্গ নিয়মিত থাকে। তবে এসব আলোচনাকে পিছিয়ে দেয় অন্য একটি আলোচনা, মুশফিকুর রহিমই কেন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন? সে প্রশ্নের উত্তর অন্তত কিছুদিনের জন্য দিয়ে দিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে উইকেট রক্ষণের সময় কিছু ভুল করেছেন মুশফিক। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও বেশ কিছু ভুল চোখে পড়েছে। ব্যাটসম্যান হিসেবে দলের অপরিহার্য অংশ হলেও উইকেটরক্ষক মুশফিকের এমন পারফরম্যান্স কিন্তু নতুন কিছু নয়। বিশ্বকাপেও তাঁর উইকেট রক্ষণের ভুল চোখে পড়েছে। গত অর্ধ যুগ ধরেই উইকেটের পেছনে মুশফিকের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। ব্যাটিং পারফরম্যান্সে সহযোগিতার করে বিধায় এবং যোগ্য বিকল্পের অভাবে উইকেট রক্ষার দায়িত্ব মুশফিকই পেয়েছেন। নবনিযুক্ত কোচও মুশফিকের হাতেই গ্লাভস রাখার পক্ষে। দলে লিটন দাসের মতো দক্ষ বিকল্প থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত নিচ্ছেন ডমিঙ্গো।