News71.com
 Sports
 23 Sep 19, 06:42 PM
 587           
 0
 23 Sep 19, 06:42 PM

জাতীয় নারী দাবায় শীর্ষস্থান ধরে রাখলেন রানী হামিদ॥

জাতীয় নারী দাবায় শীর্ষস্থান ধরে রাখলেন রানী হামিদ॥

স্পোর্টস ডেস্কঃ ৩৯তম জাতীয় নারী দাবা চ্যম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ। এছাড়া আন্তর্জাতিক নারী মাস্টার শারমীন সুলতানা শিরিন ও নুশরাত জাহান আলো নিজ নিজ খেলায় জিতে যৌথভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ রাউন্ডের খেলা শেষে এ তিনজন দাবাড়ু যৌথভাবে শীর্ষে রয়েছেন। প্রত্যেকের পয়েন্ট চার। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ হারিয়েছেন আফরিন জাহান মুনিয়াকে, নুশরাত জাহান আলো হারিয়েছেন সামিহা শারমীন সিম্মীকে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন হারিয়েছেন জান্নাতুল ফেরদৌসকে। এছাড়া মহিলা ফিদে মাস্টার ইভা হারিয়েছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে। আরেক খেলায় আহমেদ ওয়ালিজা তাসনিয়া হারিয়েছেন অর্পাকে, উম্মে তাসলিমা হারিয়েছেন প্রতিভা তালুকদার ওয়াসিয়া খুশবুকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন