News71.com
 Sports
 30 May 16, 11:33 AM
 842           
 0
 30 May 16, 11:33 AM

ক্লাব থেকে মেক্সিকান ফুটবলারকে অপহরণ

ক্লাব থেকে মেক্সিকান ফুটবলারকে অপহরণ

স্পোর্টস ডেস্ক: মেক্সিকোর জাতীয় দলের একজন ফুটবলারকে অপহরণের ঘটনা ঘটেছে । পার্টি থেকে ফেরার অ্যালান পুলিদো নামের ওই খেলোয়াড়কে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর তামুলিপাস থেকে অপহরণ করা হয় । দেশটির সরকারি কর্তৃপক্ষ খেলোয়ার অপহরণের খবর নিশ্চিত করেছেন ।

২৫ বছর বয়সী স্ট্রাইকার পুলিদো গ্রীক ক্লাব অলিম্পিকাসে খেলতেন । মেক্সিকো জাতীয় দলের হয়েও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। গত জুলাইতে যোগ দেওয়ার পর অলিম্পিকাসের হয়ে ১৫ ম্যাচে ছয়টি গোল করেছিলেন পুলিদো ।

অবশ্য সারা বিশ্বে মধ্যে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটে মেক্সিকোতে । সরকারি হিসেব মতে, প্রতিবছর সেখানে প্রায় ১ হাজার লোক অপহৃত হয়। তবে বেসরকারি হিসেবে এই হার দশগুণ বেশি ।

স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়, রাতে পার্টি শেষে বান্ধবীকে নিয়ে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন লোক তার গাড়ি ঘিরে ফেলে। এ সময় ছয়জন মুখোশধারী তার বান্ধবীকে ফেলে রেখে তাকে নিয়ে যায়।

তামুলিপাস মেক্সিকোর সবচেয়ে গোলযোগপূর্ণ রাজ্য। সাম্প্রতিক সময়ে সেখানে অপহরণের ঘটনা বহুগুণে বেড়ে যাওয়ায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছেন প্রশাসন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন