News71.com
 Sports
 22 Sep 19, 07:03 PM
 573           
 0
 22 Sep 19, 07:03 PM

প্যান প্যাসিফিক ওপেন টেনিশ॥ নাওমি ওসাকা চ্যাম্পিয়ন

প্যান প্যাসিফিক ওপেন টেনিশ॥ নাওমি ওসাকা চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্কঃ এর আগে দুই-দুইবার প্যান প্যাসিফিক ওপেনের ফাইনালে উঠেছেন। কিন্তু শিরোপার দেখা পাননি। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নাওমি ওসাকাকে। এবার কাটালেন সেই শিরোপা খরা। জন্মশহর ওসাকাতেই হলেন চ্যাম্পিয়ন। এতোদিন টুর্নামেন্টটি হতো জাপানের রাজধানী টোকিওতে। সেখানে কিছুতেই সাফল্য ধরা দেয়নি। কিন্তু এবছর টেনিসের এ আসর বসে ওসাকাতে। জায়গাটা বড়ই পয়া এ জাপানিজ তারকার জন্য। নিজের শহর বলে কথা। তারপরও নিজের নাম হয়েছে শহরের নাম অনুসারে। ভাগ্যটা তাই পাল্টে গেল নাওমি ওসাকার। রোববার ফাইনালে সরাসরি সেটে প্রতিপক্ষ আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে হারিয়েই নাওমি জানিয়ে দিলেন, এ শিরোপাটা তার কাছে ‘বিশেষ’ কিছুই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন