News71.com
 Sports
 20 Sep 19, 11:51 AM
 497           
 0
 20 Sep 19, 11:51 AM

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন মোস্তাফিজ ।।

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন মোস্তাফিজ ।।

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামের এ ম্যাচে এক অনন্য রেকর্ড করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বের ২৭তম ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন ফিজ। সিরিজ শুরু আগে ৪৮টি উইকেট ছিল মোস্তাফিজের। প্রথম দুই ম্যাচে এক উইকেট নেওয়ায় সেই অপেক্ষাটা দীর্ঘায়িত হয় তার। শেষ ওভারে মোস্তাফিজের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন কাইল জারভিস। আর এ উইকেট নেওয়ার মধ্যদিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মোস্তাফিজ টি-টোয়েন্টিতে ৫০ উইকেটে মাইলফলক স্পর্শ করেন। ৯১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। আর সময়ের হিসেবে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৩৩ ম্যাচে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে শীর্ষে লঙ্কান স্পিনার অজান্তা মেন্ডিস। ৩১ ম্যাচে ৫০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও আফগানিস্তানের রশিদ খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন