sports
 16 Sep 19, 01:54 PM
 66             0

ফুটবলার মেসিকে পেতে মরিয়া ডেভিড বেকহ্যাম॥

ফুটবলার মেসিকে পেতে মরিয়া ডেভিড বেকহ্যাম॥

স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসিকে পেতে ঝাঁপালেন ডেভিড বেকহ্যাম। অবাক হওয়ার কিছু নেই, ঘটনা এমনই। মায়ামিতে নতুন ক্লাব খুলেছেন বেকহ্যাম। যার নাম ইন্টার মায়ামি। ২০২০ সাল থেকে যা মেজর লিগে সকারে খেলবে। এখন থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছেন তিনি। আর তাই বেকহ্যামের ভাবনায় ঢুকে পড়েছেন খোদ মেসি। বার্সেলোনার সঙ্গে মেসির যা চুক্তি, তাতে ৩২ বছর বয়স পেরিয়ে গেলে মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন। সেই সুযোগটাই নিতে চাইছেন বেকহ্যাম। ইতিমধ্যে ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর পল ম্যাকডোনাঘ মেসির বাবার সঙ্গে লন্ডনে গত শনিবার দেখা করে তাদের প্রস্তাব নিয়ে কথাও বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')