sports
 16 Sep 19, 12:43 PM
 62             0

আইসিসি'র পয়েন্ট টেবিলে শীর্ষে ভারত॥

আইসিসি'র পয়েন্ট টেবিলে শীর্ষে ভারত॥

স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজ সিরিজ দিয়ে ঢাকে কাঠি পড়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের। অ্যাশেজ শেষ। মাঝে খেলা হয়েছে আরও দু’টি টেস্ট সিরিজ। ভারত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুটি টেস্টের সিরিজ খেলে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা খেলেছে দু’টি টেস্ট সিরিজ। অর্থাৎ ৬টি দল ইতোমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করে দিয়েছে।

৯ দলের চ্যাম্পিয়নশিপ এখনও মাঠে নামতে বাকি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তানের। বাংলাদেশে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেললেও সেটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ছিল না। দক্ষিণ আফ্রিকা তাদের অভিযান শুরু করতে চলেছে চলতি ভারত সফরেই। আইসিসি’র নির্ধারিত পয়েন্ট সিস্টেম অনুযায়ী নূন্যতম ২ ম্যাচের সিরিজে প্রতি টেস্টে জয়ের জন্য সংশ্লিষ্ট দল ৬০ পয়েন্ট করে ঘরে তুলবে। সেই নিরিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি টেস্টে জয় তুলে নেওয়ায় ভারতের সংগ্রহে রয়েছে ১২০ পয়েন্ট। তারাই আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')