
স্পোর্টস ডেস্কঃ নিজেই নিজের নাম দিয়েছেন ‘দ্য ইউনিভার্স বস’। সারা বিশ্বের টি-২০ ফেরিওয়ালা ক্যারিবিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি গেইলের বয়স নেহায়েৎ কম না। যে সময়ে ক্রিকেটাররা ক্রিকেটের ব্যাট-প্যাড তুলে রেখে দেয়ার পরে নতুন জীবন শুরু করে ঠিক সেই বয়সে এসেও কী উদ্যাম, কী তেজ ব্যাটে! বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। এই বয়সেও যে তার ব্যাটে ঝাঁজ রয়েছে, তা আরো একবার দেখিয়ে দিলেন ক্রিস গেইল। চলছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। জ্যামাইকার হয়ে মাঠ মাতাচ্ছেন দ্য ইউনিভার্স বস। গতকাল মঙ্গলবার রাতে সিপিএলে ৬২ বল খেলে ১০ ছক্কায় ১১৬ রান করেছিলেন ক্রিস গেইল। তার দল জ্যামাইকা তালাওয়াহস ৪ উইকেট হারিয়ে করেছিল ২৪১ রান।
তবে সেঞ্চুরি করেও দলকে জয় এনে দিতে পারেননি ক্রিস গেইল। গেইলের সেঞ্চুরির সুবাদে করা জ্যামাইকার ২৪১ রানও যথেষ্ট হয়নি জয় পাওয়ার জন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফলে বিফলে গেলো গেইলের ঝড়ো সেঞ্চুরি। ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে জ্যামাইকে ব্যাটিংয়ে পাঠায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ক্রিস গেইল। শুরুতেই গ্লেন ফিলিপসকে তুলে নিলেও চাডউইক ওয়ালটনকে সঙ্গে নিয়ে ১৬২ রানের বিশাল জুটি গড়ে তোলেন গেইল।