
নিউজ ডেস্কঃ রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউরো বাছাইপর্বে ম্যাচে স্পেনের হয়ে ফারো আইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ইকার ক্যাসিয়াসকে ছুঁয়েছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের চোখ এবার স্পেনের জার্সিতে ২০০তম ম্যাচ খেলা। ফারো আইল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের পর নিজের ইচ্ছের ব্যাপারে রামোস স্প্যানিশ গণমাধ্যম মার্কা’কে বলেন, ‘আমি আশা করি, এই গতি, উচ্চাকাঙ্ক্ষা, উৎসাহ সবসময় আমার সঙ্গে থাকবে যাতে ২০০তম ম্যাচ খেলতে পারি। এটাই আমার উদ্দেশ্য।’
স্পেনের জার্সিতে এতদিন ধরে সর্বোচ্চ ১৬৭ ম্যাচ খেলে শীর্ষে ছিলেন সাবেক লস ব্লাঙ্কোস গোলরক্ষক ক্যাসিয়াস। এবার নিজেও সমান ম্যাচ খেলে সাবেক ক্লাব সতীর্থকে ছুঁলেন রামোস। লা রোহাদের হয়ে ১৩৩ ম্যাচ খেলে তৃতীয় স্থানে আছেন জাভি হার্নান্দেজ। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ২০১৪ সালে জাতীয় দল থেকে অবসর নেন। বিদায় না জানালেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ক্যাসিয়াস। রামোস স্পেনের হয়ে ১৬৭ ম্যাচে করেছেন ২১ গোল।