স্পোর্টস ডেস্কঃ উয়েফা ইউরো বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে দারুণ ছন্দে রয়েছে স্পেন। টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। গতকাল রবিবার ঘরের মাঠে ফারো আইল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে দলটি। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বকভাবে খেলে স্পেন। পুরো ম্যাচেই আধিপত্য থাকে তাদের। দুটি করে গোল করেন রদ্রিগো ও পাকো আলকাস। খেলার ১৩তম মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি রবের্ত মোরেনোর দল। দ্বিতীয়ার্ধে এসে রদ্রিগো ফের গোল করে ব্যবধান বাড়ান। খেলার ৮৯তম মিনিটে পাকো আলকাসের গোলে জয় নিশ্চিত করে স্পেন। ৯০ মিনিটে এসে আবারো গোল করেন পাকো আলকাস। শেষপর্যন্ত দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান পাকাপোক্ত করলো স্পেন।