
স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অ্যাশেজে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৪৭৪ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হাতে রয়েছে ৯টি উইকেট। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের ৩ উইকেটে ১৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শুরুতেই ট্রভিস হেডকে ব্যক্তিগত ১৯ রানে ফেরান স্টুয়ার্ট ব্রড। এরপর ম্যাথু ওয়েডকে প্যাভিলিয়নে পাঠান জ্যাক লিচ।
ষষ্ঠ উইকেট জুটিতে আসে ১৪৫ রান। ৫৮ রান করে পেইন ক্রেইগ ওভার্টনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। এরপর প্যাট কামিন্সও দ্রুত বিদায় নেন। তবে, একপ্রান্ত আগলে রেখে ঠিকই রান তুলতে থাকেন স্মিথ। ২৬তম টেস্ট সেঞ্চুরিটাকে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি তিনি। ব্যক্তিগত ২১১ রান করে দলীয় ৪৩৮ রানের মাথায় জো রুটের বলে আউট হন স্মিথ।