
নিউজ ডেস্কঃ আফগানিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি করে দুর্দান্ত এক রেকর্ড গড়লেন রহমত শাহ। নিজেদের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানদের হয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ১৮৬ বলে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান অবশ্য নাঈম হাসানের পরের বলেই বিদায় নেন। সৌম্য সরকারকে ক্যাচ দেওয়ার আগে ১০টি চার ও দুটি ছক্কায় ১০২ করেন তিনি। একই ওভারে শূন্য রানে মোহাম্মদ নবীকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাঈম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে আফগানিস্তান। এর আগে চট্টগ্রাম টেস্ট বৃষ্টির কবলে পড়ে। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ৪১তম ওভার শেষে বৃষ্টি হানা দেয়। তবে ভারী বৃষ্টি না হওয়ায় খুব দ্রুতই খেলা শুরু হয়। মধ্যাহ্ন ভোজের বিরতির ঠিক আগেই তৃতীয় উইকেট উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৩তম ওভারের চতুর্থ বলে আফগানিস্তানের দলীয় ৭৭ রানে হাশমতউল্লাহ শহিদীকে বিদায় করেন এই অলরাউন্ডার। ব্যক্তিগত ১৪ রানে শহিদী উইকেটের পেছনে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারকে ক্যাচ দেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহিদি হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
আফগানিস্তান একাদশ: ইহসানউল্লাহ জানাত, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমেদজাই, কায়েস আহমেদ, জহির খান।