News71.com
 Sports
 05 Sep 19, 10:44 AM
 715           
 0
 05 Sep 19, 10:44 AM

ইতিহাসে প্রথমবার বেলস ছাড়া ক্রিকেট॥

ইতিহাসে প্রথমবার বেলস ছাড়া ক্রিকেট॥

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট ইতিহাসে এর আগে এমনটি হয়তো কখনোই শোনা যায়নি। তবে চলমান অ্যাশেজের চতুর্থ টেস্টে তাই দেখলো ক্রিকেট বিশ্ব। বেলস ছাড়া মাঠে খেলা হলো! বুধবার (০৪ সেপ্টেম্বর) প্রথম দিনের খেলায় টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির কারণে ২৮ ওভারের সময় খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পর খেলাটি ফের শুরু হয়। কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে বার বার স্টাম্পের বেলস পড়ে যাচ্ছিল। আর ৩১ ওভারের সময় আম্পায়াররা বাধ্য হয়ে বেলস সরান। তবে এক ওভার পরেই (৩৩ ওভার) বাতাসের চাপ কিছুটা কমলে ফের বেলস বসানো হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করেছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশানে ৬০ ও স্টিভেন স্মিথ ৪৬ রানে অপরাজিত আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন