News71.com
 Sports
 04 Sep 19, 09:03 PM
 753           
 0
 04 Sep 19, 09:03 PM

কোচ হয়ে আর্জেন্টিনায় ফিরতে চান কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা॥

কোচ হয়ে আর্জেন্টিনায় ফিরতে চান কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা॥

স্পোর্টস ডেস্কঃ মেক্সিকো অধ্যায় শেষে নিজ দেশে ফিরছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ককে কোচ হিসেবে পেতে এরইমধ্যে নাকি অনেক দূর এগিয়েও গেছে সুপারলিগা আর্জেন্টিনা’র ক্লাব জিমনেসিয়া লা প্লাতা। এমনটাই দাবি করেছে একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যম। তবে ম্যারাডোনা এটাকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন।কাঁধ ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে গত জুনে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোসের কোচের পদ থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা। এরপর থেকেই তিনি কার্যত অলস সময় কাটাচ্ছেন। এদিকে ঘরোয়া লিগে ধুঁকতে থাকা জিমনেসিয়া নাকি ঠিক এই সুযোগটাই নিচ্ছে।আর্জেন্টিনার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই জয়হীন থাকা ক্লাবটি বেহাল দশা থেকে মুক্তি পেতে আর্জেন্টিনার সাবেক প্রধান কোচের শরণাপন্ন হয়েছে। ম্যারাডোনা অবশ্য নিজেই এই গুঞ্জনের জবাব দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন