News71.com
 Sports
 04 Sep 19, 11:13 AM
 553           
 0
 04 Sep 19, 11:13 AM

ফুটবল॥বিশ্বকাপ বাছাইয়ে ‘সারপ্রাইজ’ দিতে চায় বাংলাদেশ

ফুটবল॥বিশ্বকাপ বাছাইয়ে ‘সারপ্রাইজ’ দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ। অনেকের মতে, ভারত, ওমান এবং বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের মতো দল নিয়ে গঠিত গ্রুপে বাংলাদেশ শুরু করবে ‘আন্ডারডগ’ হিসেবে। ফিফা র‍্যাংকিংয়ের ১৮২তম স্থানে থাকা বেঙ্গল টাইগাররা গ্রুপের সবচেয়ে দুর্বল দল হিসেবেই বিবেচিত হচ্ছে। র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১২০ ধাপ এগিয়ে আছে কাতার। সবচেয়ে কাছাকাছি থাকা আফগানদের সঙ্গে বাংলাদেশের র‍্যাংকিংয়ের পার্থক্য ৩৩ ধাপ।

পরের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার গ্রুপের অবিসংবাদিত ফেভারিট। বাংলাদেশ বরং রানার্স-আপ হওয়ার জন্য লড়াই করতে পারে। তবে এটাও অনেক কঠিন লক্ষ্য বাংলাদেশের জন্য। যদিও দলের ইংলিশ কোচ জেমি ডে’র বিশ্বাস, বর্তমান বাংলাদেশ দল গ্রুপে চমক দেখাতে সক্ষম। ফিফা ডট কম’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেমি ডে বলনে, ‘আমরা জানি আমাদের (গ্রুপের) চার প্রতিপক্ষের প্রত্যেকেই র‍্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে এবং এজন্যই আমাদের বাস্তবধর্মী হতে হবে। এই আসর আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করব এবং আশা করি এই পথে আমরা কয়েকটি চমকে দেওয়া ফলাফল পাবো।’ ১ সেপ্টেম্বর তাজিকিস্তানে পৌঁছেছে লাল-সবুজের দল। ৩ ও ৫ সেপ্টেম্বর দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি ডে’র শিষ্যরা। পরে ১০ সেপ্টেম্বর দুশানবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন